রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কুমিল্লায় সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫ 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫ 

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় রোবাবার (১১ ফেব্রুয়ারি) সকালে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। সকাল ১০টার দিকে উপজেলার মহানন্দা এলাকায় আমিরাবাদ-কচুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান।

ঘটনাস্থলেই চারজন মারা যান, অপরজন কাছাকাছি হাসপাতালে নেয়ার পথে মারা যান জানিয়ে ওসি বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনায় আহত দুই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ওসি মোজাম্মেল বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছেন, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

টিএইচ